বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
ইশারাত আলী :
ডাক্তার হযরত আলী তৎকালিন সময় সাতক্ষীরা জেলায় হাতে গোনা মাত্র ক’জন এমবিবিএস ডাক্তারের মধ্যে অন্যতম ছিলেন । একজন ডাক্তার হিসেবে সেবার ব্রত নিয়ে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। তিনি মুাক্তযুদ্ধের একজন দক্ষ সংগঠক ছিলেন। যুদ্ধকালিন সময় নিজ দায়িত্বে বাংলাদেশী শরণার্থী শিবির গুলোতে চিকিৎসা সেবা প্রদান করতেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা শেষে দেশে ফিরে তিনিই প্রথম কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন সভাপতির দায়িত্ব মাতা পেতে নেন। একটি সুখী সমৃদ্ধ কালিগঞ্জ গঠন করাই তার ইচ্ছেছিল।
তিনি বিভিন্ন ইস্যুতে কালিগঞ্জের জনবহুল এলাকায় প্লাকার্ড হাতে নিয়ে একাই প্রতিবাদ করতেন। তিনি কালিগঞ্জের অন্যতম একজন ব্যক্তি যিনি জানোয়ার রাজনীতিবিদদের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলতেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালিন সংগ্রাম পরিষদের কালিগঞ্জের সভাপতি, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন সভাপতি হয়েও তিনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গ্রহণ করেননি কিম্বা কোন ভাতা নিতেননা।
যুদ্ধকালিন সংগ্রাম পরিষদের কালিগঞ্জের সভাপতি বীরমুক্তি যোদ্ধা ডাঃ হযরত আলী’র ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply