March 12, 2025, 4:43 am
মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে কালিগঞ্জে উদ্বোধনের ৩৯ বছরে স্টেডিয়াম নির্মান শেষ হয়নি। এর ফলে খেলোয়ারদের স্বপ্ন পুরণ হয়নি। বরঞ্চ উল্টো নির্মানের নামে নির্মান সামগ্রী মাঠে রেখে খেলোয়ারদের খেলা ধুলা বন্ধ করে দিয়েছে। বিগত ৩ বছর ধরে কোন টুর্ণামেন্ট ভদ্রখালী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি।
ভদ্রখালী খেলার মাঠে একটি ফলক লাগিয়ে ১৯৮৫ সালের ১৫ জুলাই প্রথম স্টেডিয়াম হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালিন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালেক। ৩৭ বছর ধরে স্টেডিয়ামে কোন কাজ না হলেও ২০২২ সালে পুনরায় মিনি স্টেডিয়াম হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় মাঠে আংশিক মাটি ভরাটের কাজ হলেও দুই বছরে আর কোন কাজ সামনে আগায়নি।
ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একমাত্র খেলার মাঠ এই স্টেডিয়াম। তারাও তাদের নিয়মিত শরীর চর্চার কাজটি করতে পারছেনা। এমন বক্তব্য ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের। তিনি বলেন আমাদের স্কুল ক্যাম্পাসে ঠিকাদারের নির্মান শ্রমিকদের তৈরী করা একটি ঘর এখন গাজাখোরদের আস্তানায় পরিনত হয়েছে। স্কুল চলাকালিন সময় আমাদের পাহারা দিয়ে রাখতে হয়।
আবার কবে ভদ্রখালী স্টেডিয়ামের কাজ শুরু হবে এমন প্রশ্ন দেখা দিয়েছে খেলোয়ার সহ সাধারণ মানুষের মধ্যে। এব্যাপারে কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কালিগঞ্জ রেফারী কমিটির সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা রেফারী কমিটির কার্যনির্বাহী সদস্য সুকুমারদাস বাচ্চু’র কাছে জানতে চাইলে তিনি বলেন ঢিমেতালে চলা কাজের কারনে সর্বস্তরের মানুষের ক্ষতি হচ্ছে। যাতে দ্রুত গতিতে কাজ চলে সে ব্যাপারে আমরা লেখালেখি করবো।
কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ’র কাছে জানতে চাইলে তিনি বলেন যে, আমি এব্যাপারে কিছু জানিনা। আমি এই নির্মান সংশ্লিষ্ট কোন কাজের সাথে জড়িত নই। তবে আমি বিষয়টির খোঁজ নেব।
এব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভদ্রখালী মিনি স্টেডিয়ামটি নাম করনের জটিলতার মধ্যে আছে। দ্রুত বিষয়টির সমাধান হবে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় আবার ভদ্রখালী স্টেডিয়ামের নির্মান কাজ শুরু হবে।##
Leave a Reply