March 12, 2025, 3:48 am
মোঃ ইশারাত আলী:
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মা নিজেই দুটি শিশু সন্তানের মুখে বিষ দিয়ে নিজে বিষপান করেছে। হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। এখন মা নিজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শ্যামনগর হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম এমনটি জানিয়েছেন।
শিশু দুটির নাম মাহির (৫) বছর ও আরিয়ান (৯) মাসের শিশু। শিশু দুটির মা রত্না খাতুন (৩০) নিজে বাঁচ্চা দুটির মুখে বিষ দিয়ে নিজে বিষপান করার পর গলায় দড়ি পেঁচিয়ে নিজেকে আত্মহত্যার চেষ্টা করে।
মৃত্যুর কারন জানা যায়নি তবে শিশু দুটির দাদী বলেছেন, আমি বাড়ীতে ছিলাম না মেয়ের বাড়ীতে গিয়েছিলাম। কিন্তু আমার বউ মা ও আমার ছেলের সাথে কোন গোলমাল হয়নি, তাদের মধ্যে যথেষ্ট মিল আছে। নির্বাক পিতা মাহমুদ হাসান বলেন যে, আমি আমার ঔষধের দোকানে ছিলাম, বাড়ীতে কোন ঝামেলা হয়নি, পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোন সমস্যা নেই, এঘটনা শুনেই আমি হাসপাতালে এসেছি, আপনারা আমার স্ত্রী কে বাঁচান তাহলে আসল রহস্য জানা যাবে।
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা কি কারনে ঘটলো তা এখনো জানা যায়নি তবে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ঘটনাটি দুঃখ জনক।
Leave a Reply