March 12, 2025, 3:57 am
শেখ শরিফুল ইসলাম :
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় মিছিলটি পাউকালী থেকে কালিগঞ্জ কলেজ মোড় পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ করে।
আওয়ামীলীগ ও তার দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্র ও ফেব্রুয়ারী ব্যাপী অবৈধ কর্মসূচি, নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় রাজপথে আসার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান নেতৃত্বে দেয়।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল।
এছাড়া কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আঃ গফুর, নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিঃ যুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্র দলের ওমর ফারুক, সোহাগ, ইদ্রিস, নাহিদুর রহমান নয়ন, সালমান, ফিরোজ, সুব্রত, ওলি, ওসমান, হাবিকুল, রমজান, গোলাম,মনিরুল, মঈন প্রমুখ।
Leave a Reply