March 14, 2025, 8:43 am
কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে আইন শৃঙ্খলার অবনতি হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল সোমবার (২৭ জানুয়ারি) বিকালে ১৪৪ ধারা জারি করেন।
কমিটি গঠন কেন্দ্রিক রেশারেশির ফলে উত্তেজনা সৃষ্টি হলে কর্মসূচী পাল্টা কর্মসূচীর মধ্যে বিএনপির দুপক্ষ আজ বিকাল ৪টায় রাস্তায় নামে এবং সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের আগে কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর নের্তৃত্বে তারালী ইউনিয়ন বিএনপি তারালী মোড়ে সমাবেশ চলছিল।
অন্যদিকে বিএনপির অপর অংশের আহবায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ এর নেতৃত্বে একটি পাল্টা মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কালিগঞ্জ থানা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশ শেষে পরে তারা কালিগঞ্জ উত্তরপার মিছিল নিয়ে আসলে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয়। এসময় দুপক্ষ ইটপাটকেল ছোড়াছুড়ি মধ্যে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ইট ছোড়াছুড়ির মধ্যে আব্দুল আজিজ মারাত্বক আহত হয়। এসময় তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
সেনাবাহেনীর বেধড়ক লাটি চার্জের মধ্যে দৈনিক কালের কন্ঠ ও দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এস এম আহম্মাদ উল্যাহ বাচচু মারাত্বক জখম হয় এবং তার দুই হাতের আঙ্গুল ফেটে চোট পায়।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনীর লাঠিচার্জের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও আগামীকাল ২৮ জানুয়ারী মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
Leave a Reply