রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল উপজেলার ইউনিয়ন পরিষদে ইউপি ট্যাক্স ডে ঘোষণার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার বিভাগের জন-ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ,মানুষের দোরগোড়ায় সেবা প্রদান করে আসছে। জনসেবায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে কর আরপের মত ক্ষমতা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কর্তৃক আদায়কৃত কর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যবহৃত হয়ে আসছে। তিনি এ প্রতিনিধিকে আরো জানান, ইউপি হোল্ডিং ট্যাক্স আদায় কে উৎসবমুখর করার জন্য জাতীয় কর দিবস এর মত উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউপি ট্যাক্স ডে ঘোষণা করে কর আদায়কে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করা হবে। ২০২০ সালের মধ্যে সকল ইউপি তে ভিন্ন ইউপি ট্যাক্স ডে ঘোষণা করা হবে। আমি স্বচ্ছতার সহিত কালিগঞ্জ উপজেলা প্রশাসনকে জনবান্ধব ও উন্নয়নমুখী করতে কাজ করছি। তৃনমূলের সমস্যা, সম্ভাবনা নিয়ে আমি কাজ করতে আগ্রহী। শুধুমাত্র সভা, সেমিনারের মধ্যে সময় অতিবাহিত করতে চাই না। রবিবার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply