April 20, 2025, 12:07 pm
ইশারাত অালী :: কালিগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন অাহত হয়েছে । সকাল ১০ টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। প্রথমটি নতুন হাটে মটর সাইকেল ও ভ্যানের মধ্যে সংঘর্ষে মটর সাইকেল অারোহীরা মারাত্বক অাহত হয়।
অাহতদের মধ্যে সোহাগ (১৫)পিতা হাফিজুর, পাইকগাছা, সলেমান (২৩) পিতা অাবু সাঈদ, বরেয়া, রাশিদুল ইসলাম (২২) পিতা রবিউল ইসলাম, পুষ্পকাটি, ইয়াসিন (২৩) পিতা মোস্তফা গাজী, পুষ্পকাটি, কুলিয়া দেবহাটা অাহত হয়ে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।কালিগঞ্জের দুদলী পৃথক অারেকটি মটর সাইকেল দুর্ঘটনায় অাবু হাসান ৩৪ পিতা অাছের অালী মোল্লা গ্রাম দুদলী পিছন দিক থেকে মটর সাইকেলের অাঘাতে মারাত্বক অাহত হয়ে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে। দুটি দুর্ঘটনায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।
Leave a Reply