April 20, 2025, 11:58 am

প্রধান খবর :
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কালিগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক ৬ কেজি গাজা উদ্ধার কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন শেখ সাইফুল বারী সফু কালিগঞ্জে বাংলাদেশ ভারত সিমান্তে বিশ্ব নারী দিবস পালন বিএনপিকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে—- আলহাজ্ব কাজী আলাউদ্দিন কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার মানববন্ধন কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে মদের দোকানে যৌথবাহিনীর অভিযান অবৈধ সোনা, চেক ও ভারতীয় রূপী উদ্ধার কালিগঞ্জে ২৪ দিনে সড়কে কার্পেটিং নষ্ট
ডেঙ্গু প্রতিরোধে কা‌লিগ‌ঞ্জে স্প্রে মেশিন বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে কা‌লিগ‌ঞ্জে স্প্রে মেশিন বিতরণ

ইশারাত আলী ::

কালিগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের উদ্যোগে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যা‌য়ে বিনামূল্যে ১২০ টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। আজ রবিবার দুপুরে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে এ সরঞ্জাম বিতরণ করেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র সরদার মোস্তফা শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপ‌জেলা ভাইস চেয়ারম্যান নাজিমুল ইসলাম, কা‌লিগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি সাইফুল বারী সফু সহ স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধিরা।

মেশিন ও কীটনাশক বিতরণকালে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে কা‌লিগঞ্জ‌ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে‌ছে। তার অংশ হি‌সে‌বে আজ ১২০ টি মে‌শিন বিতারণ করা হলো। বর্তমানে ১২ টি ইউনিয়‌নে ১০টি ক‌রে স্প্রে মে‌শিন দেওয়া হলো। পর্যায়ক্রমে আরো স্প্রে মেশিন বিতরণ করা হবে।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আমা‌দের সর্বদা সচেষ্ট থাকতে হ‌বে এবং সবাই সহযোগিতা করলে কা‌লিগঞ্জ ডেঙ্গু মুক্ত হবে বলে তিনি আশা ক‌রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2013 www.satkhiranews24.com
Hosted By LOCAL IT