কালিগঞ্জে মাদক ও মানব পাচার প্রতিরোধে সভা

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মাদক ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল এবং বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন।
ইউএনও অনুজা মণ্ডল বলেন, মাদক ও মানব পাচার সামাজিক ব্যাধি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ওসি মিজানুর রহমান বলেন, মাদক বা মানব পাচারে জড়িত কারও তথ্য পেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
সভাপতি মোছাঃ সাফিয়া পারভীন ইউনিয়নকে মাদক ও মানব পাচারমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলীবক্স গাইন, আল মাহমুদ ছটু, আফজাল হোসেন, আব্দুল আজিজ গাইন, জামায়াতে ইসলামী নেতা আনোয়ারুল ইসলাম, ডা. ওয়ালিদ মুহতারাম ও প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











