বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামে জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে। বৃৃহস্পতিবার একসরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে প্রথমে আশাশুনি ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমজেদ গাজী বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় একটি এজাহার দাখিল করেছেন।
অভিযোগে প্রকাশ, একসরা গ্রামের আমজাদ গাজীর পুত্র শহীদুুল ইসলামের সাথে একই গ্রামের সহির উদ্দীনের পুত্র হান্নান গাজীর জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে ৬জুন মাজেদ গাজীর পুত্র সাইদুল গাজী আনুলিযার রাজাপুর বউ বাজার হতে মাছ কিনে বাড়ী ফেরার পথে উত্তর একসরা প্রাইমারী স্কুলের সন্নিকটে পৌছলে পূুর্ব পরিকল্পিতভাবে মৃত জিয়াদ সরদারের পুত্র আলমগীর হোসেন ও মৃত ছলেমান গাজীর পুত্র কামাল গাজীর নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্র্রে সজ্জিত হয়ে ১৫/২০জন আবু সাঈদের উপর হামলা চালায়। সাঈদের বাড়ীর লোকজন জানতে পেরে ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। হামলায় আমজেদ গাজীর পুত্র শহীদুল ইসলাম (৩৫), মাজেদ গাজীর পুত্র সাইদুল গাজী (২৪), আমজেদ গাজীর পুত্র মফিজুল গাজী(২৮), মাজেদ গাজীর পুত্র জাহিদুল (২২) আহত হয়। আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আশাশুনি এবং অবস্থার অবনতি হলে পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply