মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
মোঃ শরিফুল ইসলাম :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে দলের পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক শুরু করেছেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এ সময় তিনি শ্রীকলার বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষেরখোঁজ খবর নিয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের শ্রীকলা কৃষিক্লাবের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে বিদ্যুৎ, মেট্রোরেল, উড়াল সড়ক, পদ্মাসেতু সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় শ্রীকলা কৃষিক্লাব।
আওয়ামী লীগ গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
শ্রীকলা কৃষিক্লাবের সহসভাপতি মরিয়ম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শ্রীকলা কৃষিক্লাবের সভাপতি মোঃ ইশারাত আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার উদ্দীন সরদার কৃষক মোমিন আলী, খোরশেদ আলম প্রমুখ।
Leave a Reply