শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলার লস্করী খাজরা গ্রামের আঃ মজিদ গাজীর পুত্র শরিফুল হত্যা মামলার ২ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
শরিফুলদের পারিবারিক সূত্রে জানাগেছে, এক বছর পূর্বে শরিফুলের সাথে একই গ্রামের আব্দুল রফি মালির কন্যা ফতেমা খাতুনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন শরিফুলের কাছে মেয়ে দেবেনা বলে নানা ভাবে হয়রানী করতে থাকে। ১২ ফেব্রুয়ারি শরিফুল শ্বশুর বাড়ি গেলে তাকে নির্যাতনের এক পর্যায়ে মৃত্যুভেবে রাতের আঁধারে শরিফুলদের মাছের ঘেরের বাসায় নিয়ে গলায় রশিদিয়ে ঝুলিয়ে রাখে। পরদিন ভোরে ঘেরের বাসায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে এসআই আজিজুল ইসলাম সুরোতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরন করেন। আসলে সে আত্মহত্যা করেছে, না তাকে হত্যার পর লাশ ঘেরের বাসায় টানিয়ে রাখা হয়েছে এ নিয়ে পরিবার ও এলাকায় গুঞ্জন শুরু হয়। পুলিশ জোর তদন্ত চালানোর এক পর্যায়ে ওসি মোঃ গোলাম কবিরের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ অভিযান চালিয়ে ফতেমার নানী লস্করী খাজরা গ্রামের মওলা গাজীর স্ত্রী নূর জাহান বিবি ও খালু কল্যানপুর গ্রামের মজিবর গাইনের পুত্র শাহারুলকে আটক করেন। এবাপারে থানায় হত্যা মামলা (নং ৮) রুজু হয়েছে।
Leave a Reply