সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জের উন্নয়নে এবং অধনালুপ্ত যমুনা নদী ইতিহাস ঐতিহ্য ও অবৈধ দখল সহ গুরুত্বপুর্ণ বক্তব্য রাখলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খুলনা সার্কিট হাউসে সুন্দরবন অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়ন বিষয়ে পরামর্শ সভায় তিনি এলাকার উন্নয়নে এ বক্তব্য তুলে ধরেন। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মুজিবুল হক , বিশেষ অতিথি ছিলেন পর্যটন শিল্পের চেয়ারম্যান মহোদয়। এসময় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। সভায় তিনি যমুনার ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি গুরুত্ব আরোপ করেন। যমুনা ও রোডস এন্ড হাইওয়ে এর অবৈধ দখলকারীদের পুনর্বাসন করে পর্যটন শিল্পের উন্নয়ন বিষয়ে বিশেষ বিবেচনায় নিয়ে পর্যটন শিল্প বিকাশের দ্বার উন্মোচন করার নীতি গত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে যমুনা নদীর ভেঁড়িবাঁধের অর্ধেক কার্পেটিং সড়ক নির্মান, সংযোগ ব্রীজ নির্মান সম্পন্ন হয়েছে। বাকী আরও দুটি ব্রীজ দ্রুত নির্মান করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজা প্রতাপাদিত্বের ঐতিত্য সংরক্ষনের পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষনীয় করে গড়ে তোলার জন্য আহবান জানিয়ে তিনি আরও বলেন আমি কালিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই, এজন্যে সরকারের সংশ্লীষ্টদের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply