January 22, 2025, 5:12 am
মোঃ ইশারাত আলী :
মঙ্গলবার ২০ জানুয়ারি সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা অনুজা মন্ডল। সভাপতির বক্তব্যে তিনি সঠিক এবং সুষ্ঠ ভোটার তালিকা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, “সকলের সম্মিলিত উদ্যোগে আমরা একটি নির্ভুল এবং সর্বজন গ্রহণযোগ্য ভোটার তালিকা করবো। যা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস, কালিগঞ্জ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তা অনুজ গাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বি এন পির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রউফ, মোসলেম উদ্দিন সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ বাস্তবায়ন কমিটির সদস্যরা।
Leave a Reply