April 20, 2025, 12:31 pm
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র শর্য্যা পাশে এসে শারিরীক খোজ খবর নিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হায়দার। শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি সাতক্ষীরাস্থ সিবি হাসপাতালে চিকিৎসাধীন শেখ সাইফুল বারী সফুকে দেখতে যান এবং সার্বিক খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নাগরিক উন্নয়ন সমন্ময় কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলার চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য যে, মোঃ দেলোয়ার হায়দার কালিগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলার সাবেক এডিএম ও জেলা পরিষদের নির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
Leave a Reply