March 31, 2025, 10:41 am
মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক ও ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (২২ মার্চ) সকাল ১০টা নাগাদ প্রায় ৩ ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজা ব্যবসায়ী জাহাঙ্গির আলম মনি (৪৫) উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র। অন্যজন মোছাঃ জহুরা বেগম মাদককারবারি জাহাঙ্গির আলম মনির স্ত্রী। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কালিগঞ্জ সিমান্তে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পাউখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: নাহিদুল হক খানের নেতৃত্বে একটি সেনা সদস্য টিম জাহাঙ্গির আলম মনির বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করে অভিযান পরিচালনা করলে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা, নগদ ৬৯০০০ টাকা, ৩টি ফোন ও ১টি লাইসেন্স বিহিন মটর সাইকেল উদ্ধার হয়। পরে পুলিশের সহযোগিতায় তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহেনী। বর্তমানে চোরাকারবারী জাহাঙ্গির আলম মনি ও তার স্ত্রী মোছাঃ জহুরা বেগমের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানা গেছে।
Leave a Reply