শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্ট’র উদ্বোধন করা হয়েছে। আইরিশ এইড ক্রিচিয়ান এইড বাংলাদেশের সার্বিক সহায়তায়, লিডার্সের বাস্তবায়নে ও মিশন মহিলা উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্টের উদ্বোধন করা হয়। রবিবার বেলা ১২ টায় উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ড ওয়াশ পয়েন্ট উদ্বোধন করেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকন । পরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন (লাকি) উপস্থিত থেকে হ্যান্ড ওয়াশ পয়েন্টের উদ্বোধন করেন। একই কমসুচীর অংশ হিসেবে বিকাল ৩টায় উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম উপস্থিত থেকে হ্যান্ড ওয়াশ পয়েন্টের উদ্বোধন করেন। তিনটি হ্যান্ড ওয়াশ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র নির্বাহী পরিচালক ছকিনা পারভীন, প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ ও মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র কর্মী বৃন্দ। এছাড়া এসময় লিডার্স’র কর্মকর্তা শম্পা বিশ্বাস সহ ইউপি সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে হাত ধোঁয়া অত্যান্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়টি মাথায় রেখে ঘূর্নিঝড় আম্পান ও কোভিট-১৯ দ্বারা আক্রান্ত দূর্বল পরিবার গুলোকে জরুরী সহয়তা কার্যক্রমের আওতায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় অফেরতযোগ ক্যাশ সাপোর্ট (২৫০০ পরিবারকে ৩০০০ টাকা করে ) ২৫০০ পরিবার, হাইজিন কিট (মাস্ক ৫,ডেইল সাবান ৪ পিস ,হ্যান্ড স্যানিটাইজার ২০০ মিঃলিঃ,স্যানিটারী ন্যাপকিন ৮ পিস ) ২৫০০ পরিবার প্রদান করা হবে।
Leave a Reply