March 30, 2025, 1:28 pm
মোঃ ইশারাত আলী:
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার ২৬ মার্চ সকালে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত অন্যান্য ভবন সুমহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৭টায় সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন, উপজেলা লেডিস ক্লাব, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮ টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ ইউনুস এর কবর জিয়ারত করা হয়। সকাল নটায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
সকাল ১০টায় মহান ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। পরে সংবর্ধনা শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশ পুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।
মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply