বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আইন–শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ: ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব শিক্ষার্থীদের ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান রাষ্ট্রের যেকোন প্রয়োজনে সবসময় সেনাবাহিনী জনগণের পাশে আছে সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনকারিদের বিক্ষোভ, সড়ক অবরোধ কালিগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ বক্তব্য কাটছাট করে আপত্তিকর মনগড়া ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন কালিগঞ্জে মুজিব কিল্লা উদ্বোধনের ৭ মাসের মধ্যে প্লাস্টার খসে পড়া শুরু করেছে PRERONA, Kaligonj, Satkhira-4 Vacancy সাতক্ষীরা ৪ আসনে ভোটারদের হিসেব নিকেষ শ্রীকলায় গোবিন্দ চন্দ্র মন্ডল এর উঠোন বৈঠক
কালিগঞ্জে জামে মসজিদের ইমামকে লাঞ্চিত ও অবদাস্ত করার অভিযোগ

কালিগঞ্জে জামে মসজিদের ইমামকে লাঞ্চিত ও অবদাস্ত করার অভিযোগ

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে জামে মসজিদের পেশ ইমাম কে লাঞ্চিত ও অপদাস্ত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি‘র বিরুদ্ধে। যা সরেজমিনে মুসুল্লীদের বক্তব্যে উঠে এসেছে। ঘটনাটি উপজেলার বাগ নলতা দরগাবাড়ি জামে মসজিদে ২৮ শে রমজানে ঘটেছে। ৭ জুন আসরের নামাজবাদে সরেজমিনে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার বাগ নলতা দরগাবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আওরঙ্গজেব সম্পুর্ন অনিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতার অপব্যাবহার করে প্রায়শঃ মসজিদের ইমামদের সহিত রুঢ় আচারণ, জনসম্মুখে অপদাস্ত করা, অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করে থাকেন বলে স্থানীয় মুসল্লিগন অভিযোগ করেন। এমন একটি ঘটনা পবিত্র রমজান মাসের ২৮ শে রমজানে মসজিদের ভিতরেই ঘটিয়েছেন তিনি। নামে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও কাওকে তোয়াক্কা না করে এলাকার প্রভাবশালী হওয়ায় তিনি সব একার সিদ্ধান্তে করে আসছেন।ঘটনার সময় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ সিদ্দিকুর রহমানকে তিনি বিভিন্ন অকত্য ভাষায় গালিগলাজ সহ জুতা তুলে পিটাইতে উদ্যত হন। এঘটনা বর্ণনা করেন মসজিদে ইতেকাফরত বাগ নলতা গ্রামের কামাল উদ্দিন কারিকরের পুত্র আহাদ আলী(৭৫), মান্দার কারিকরের পুত্র মহাসিন আলী(৭২) শহর আলী কারিকরের পুত্র ইয়াসিন আলী (৬৯) । এছাড়াও মসজিদ কমিটি সদস্য এমদাদুল হক কারিকর ও নওশের আলী কারিকর অনুরুপ ভাবে সভাপতির অসাদাচারণের নানান বর্ননায় অভিযোগ করেন। মসজিদ কমিটির সেক্রেটারী সামসুর রহমান পাড় বলেন সভাপতির একটু মুখ দোষ আছে, তার কারনেই বাগ নলতা দরগাবাড়ি জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন থাকে না। তবে ঘটনার সময় আমি ছিলাম না, পরে শুনেছি। বিষয়টি নিয়ে আমরা খুব দ্রুত বসেই সমাধান করার চেষ্টা করবো। এছাড়াও মসজিদ কমিটির সহ-সভাপতি আরশাদ আলী কারিকর, কোষাধ্যক্ষ কওছার আলী, প্রচার সম্পাদক সবেদ আলী কারিকর ও সদস্য সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, মসজিদ কমিটির সভাপতি দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাচারিতা ও একগুয়েমী ভাবে চলার কারনে মসজিদে এক-দুই মাস অন্তর ইমাম পরিবর্তন হয়। যার কারনে আমরা অনেক সমাস্যায় রয়েছি। সংশ্লিষ্টি এলাকায় আরওঙ্গজেব একজন প্রভাবশালী ব্যাক্তি। তার হীন অবরাধের বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পায়না। মসজিদের সহায় সম্পত্তির ও যথাযথ হিসাব মুসুল্লীরা জানতে পারেন না।এদিকে সভাপতির দ্বারা লাঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওঃ সিদ্দিকুর রহমান বলেন ২৮ রমজান তারাবির নামাজের পরে ২৯ রমজানে ইফতারি দাতার ২ জনের স্থলে লিখিত ১ জনের নাম ঘোষনা করাকে কেন্দ্র করে সভাপতি সাহেব আমার উপর ক্ষিপ্ত হয়ে মসজিদের ভিতরেই অশালীন মন্তব্যে বিভিন্ন ভাষায় গালিগলাজ করতে থাকে, এমনকি তুই তোক্কারী করে আমাকে জুতা পিটা করতে উদ্যত হয়। আমি এসময় তাকে নিবৃত করতে অনুরোধ করলেও তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে স্থানীয় মুসুল্লিদের পরামর্শ মতে ২৯ রমজানে তারাবির নামাজের পরে চলে আসি। হাফেজ মাওঃ সিদ্দিকুর রহমান আরো বলেন সভাপতি আওরঙ্গজেব এর মারমুখি ভূমিকার কারনে ইতি পূর্বে মাওঃ সিরাজুল ইসলাম ও মাওঃ আব্দুস সত্তার অত্র মসজিদের ইমামতি ছেড়ে চলে যান। অভিযোগের প্রেক্ষিতে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আওরঙ্গজেবের নিকট মুঠো ফোনে (০১৯৯২-৩১২৮২২) কথা বলে জানাগেছে যে,

হ্যা কিছু ঘটনা ঘটেছে। তবে মসজিদ কমিটি চাইলে আমি হিসেব, খাতাপত্র বুঝে দিয়ে সভাপতির পদ ছেড়ে দেব।কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেনা।তিনি আরো বলেন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি যে সিদ্ধান্ত নেয় আমি তা মেনে নেব।

এদিকে অভিযোগকারীরা অতিদ্রুত জোরপূর্বক মসজিদ কমিটির সভাপতি পদে থাকা আরওঙ্গজেবকে বহিস্কার সহ মসজিদের মুসুল্লিদের মতামতের ভিত্তিতে কমিটি পুনঃ গঠনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2013 www.satkhiranews24.com
Hosted By LOCAL IT