রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
বর্ণাঢ্য শিক্ষা জীবন শেষ করে অনেকটা নিরবে অবসরে গেলেন কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে। সদাহাস্য, মিষ্টভাষী, আদর্শ শিক্ষক হিসাবে পরিচিত আনন্দ কুমার দে। তিনি উকশা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ১৯৮০ সালের ১৭ আগষ্ট চাকুরী জীবন শুরু করেন। ১৯৮১ সালের ২৩ জানুয়ারী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি সিনিয়র শিক্ষক হিসাবে যোগদেন। ১৯৯৯ সালের ২০ অক্টোবরে আনন্দ কুমার দে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদেন। এরপর থেকে তিনি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ইংরেজী বিষয়ের প্রধান পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি সাতক্ষীরা জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহকারী সচিব ও কালিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস কমিটির কমিশনার ছিলেন।
এই বর্ণ্যাঢ্য শিক্ষা জীবন থেকে তিনি ২০১৯ সালের ২১ নভেম্বর অনেকটা নিরবে অবসর গ্রহন করেছেন।
Leave a Reply