January 22, 2025, 1:12 pm
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ
আশাশুনি উপজেলা সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর হতে বুধহাটা ভ্যান স্ট্যান্ড চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা সাংবাদিক পরিষদের সহ-সভাপতি, ও উপজেলা সাংবাদিক পরিষদের উপদেষ্টা জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংবাদিক পরিষদের সহ-সভাপতি আশরাফুজ্জামান হাবলু, সহ-সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, কার্যকরি সদস্য মাজাহারুল ইসলাম, জেলা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ জি এম হুমায়ুন কবির, ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার কর্মকর্তা আঃ মালেক, আশাশুনি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সহ-সভাপতি সোহরাব হোসনে, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি শেখ বাদশা, অবঃ সেনা সদস্য শফিকুল ইসলাম, আশাশুনি ইমারত নির্মাণ শ্রমিক সংঘের সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারী দিদারুল হক খোকন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক পরিষদের সহ-সভাপতি আলহাজ¦ শেখ আছাফুর রহমান।
Leave a Reply