February 1, 2025, 7:01 pm

প্রধান খবর :
আমরা সাতক্ষীরা বাসী হাড়ে হাড়ে টের পেয়েছি- মুন্ত্রী পরিষদ সচিব আব্দুর রশিদ কালিগঞ্জে রাস্তা নির্মানের ছয় মাসে নষ্ট, ছয়কোটি টাকার কাজ প্রশ্নবিদ্ধ। কালিগঞ্জে মা নিজে মৃত্যুর সাথে লড়ছে তার খাওয়ানো বিষে দুই সন্তানের মৃত্যু কালিগঞ্জ গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জে ডিজেল পেট্রোল সংকটের চক্রান্ত কালিগঞ্জে নির্মানের ১৪ মাসে আশ্রয়কেন্দ্র ব্যবহারে অনুপোযোগী কালিগঞ্জে ১৪৪ ধারা জারী কালিগঞ্জে ভিত্তিপ্রস্তরের ৩৯ বছরে স্টেডিয়াম নির্মান কাজ শেষ হয়নি। কালিগঞ্জে বেপরোয়া গতিতে ওভারলোড ডাম্পার চলছে শ্যামনগরে বিএনপি’র দুই গ্রুপে পাল্টাপাল্টি হামলার জেরে আজও ১৪৪ ধারা বলবৎ
আমরা সাতক্ষীরা বাসী হাড়ে হাড়ে টের পেয়েছি- মুন্ত্রী পরিষদ সচিব আব্দুর রশিদ

আমরা সাতক্ষীরা বাসী হাড়ে হাড়ে টের পেয়েছি- মুন্ত্রী পরিষদ সচিব আব্দুর রশিদ

মোঃ ইশারাত আলী:
ছাত্ররা সাহস করে না দাড়ালে কথা বলার সাহস অনেকেরই ছিলনা, আমরা সাতক্ষীরা বাসী হাড়ে হাড়ে টের পেয়েছি। হয়তো অনেকে সেটা টের পায়নি। বছরের পর বছর ধরে আমরা কষ্টে ছিলাম। সেই কষ্টে থাকা আমাদের দুর হয়েছে। বাংলাদেশ কষ্টে ছিল সে কষ্টে থাকা দুর হয়েছে। এভাবে সাবলিল ভাষায় বক্তব্য রাখছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জে নিজ গ্রাম খড়িতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় কালিগঞ্জ এবং শ্যামনগরের সর্বোস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন আমি শুধুমাত্র সাতক্ষীরার জন্য মন্ত্রী পরিষদ সচিব নই। আমি সারা দেশের জন্য মুন্ত্রী পরিষদ সচিব হয়েছি। তবে সাতক্ষীরার দিকে নজর রাখতে হবে সেটা আমাকে মনে করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, সাতক্ষীরায় রাস্তা হবে। সর্বোশেষ মিটিংয়ে রাস্তার টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে এবং টেন্ডারের আহবান করা হয়েছে। এবছর রাস্তার কাজের প্রক্রিয়া শেষ হবে। খুলনা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত কাজ হবে। এখানে বেশ কয়েকটি রাস্তার কাজ যাতে হয় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি।
বিশেষ করে ৭টি ইউনিয়ন আমি চিহ্নিত করে দিয়েছি এবং ১০ লক্ষ করে টাকা বরাদ্ধ দিয়েছি। সব ইউনিয়নে দেওয়া সম্ভব হয়নি তবে তারা পর্যায় ক্রমে পাবে। তিনি আরও বলেন সরকারের থেকে প্রাপ্ত অর্থ যেন সর্বোচ্চ ভাল কাজে ব্যবহার করা হয়।

তিনি বলেন সাতক্ষীরা বাসীর উপর পুলিশের একটা খারাপ ব্যবহার আমরা দেখতে পেয়ে ছিলাম। এই সাতক্ষীরা বাসীর উপর যে নিপীড়ন হয়েছে তা কোন তুলনা চলেনা। তবে পুলিশ ঘুরে দাড়াচ্ছে। তাদের কাজে লাগাতে হবে সহযোগিতা করতে হবে।

সকল সেক্টরের সহকর্মীকে কাজে লাগাতে হবে। আমরা অবহেলিত ছিলাম। আমদের কাজে তাদের লাগাতে হবে। তাদের বুঝিয়ে বলতে হবে। তারাও আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে। একটি গ্রাম কেন আদর্শ গ্রাম হবেনা? গ্রামের মানুষ সহজ সরল। তাদের কাজে লাগালে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।
১১ বছর আগে এই পজিশনে থেকে আমার কাজ করার কথা। আমকে করতে দেওয়া হয়নি। আমি চেষ্টা করবো সারা দেশে আমার যে স্বার্থ তা দেখার। তবে এই অঞ্চলের দিকে বিশেষ নজর রাখবো। আমার যত টুকু সাধ্য।
তবে আইন অনুযায়ী সকল বৈধ কাজের সাথে আমার সম্পৃক্ততা থাকবে। আমি চেষ্টা করবো ভাল কিছু করার। আমি যত টুকু সময় আছি যেন নিরোপেক্ষভাবে কাজ করতে পারি। যার যত টুকু পাওনা তাকে ততটুকু দিতে চেষ্টা করবে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। খড়িতলা গ্রাম সহ সকল জনপদ যেন আবার সমৃদ্ধ হয় তা প্রত্যাশা করি।
তিনি মতবিনিময় সভায় বক্তব্য শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া স্থানীয় একটি পানির প্লান উদ্বোধন করেন এবং একটি গোরস্থান তৈরীর করার জন্য জায়গা পরিদর্শন করেন।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। বাংলাদেশ জামায়তে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারী আব্দুল আজিজ, সাতক্ষীরা জর্জকোর্টের পিপি আব্দুস ছাত্তার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ডাঃ সফিকুল ইসলাম। স্থানীয় শেখ মিলন। ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2013 www.satkhiranews24.com
Hosted By LOCAL IT