বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
ডেক্স নিউজ :
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘আমি ভারতবাসীর রায় মেনে নিয়েছি।’
বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে তিনি একথা বলেন।
রাহুল গান্ধী বলেন, ‘আমি নির্বাচনে বিজয়ী নরেন্দ্র মোদি ও এনডিএ জোটকে অভিনন্দন জানাই। আমাকে এমপি বানানোয় ওয়ানাদের জনগণকে ধন্যবাদ জানাই।’
এর আগেই আমেথিতে স্মৃতি ইরানির কাছে পরাজয় মেনে নেওয়া রাহুল টুইটে আমেথির জনগণকেও অভিনন্দন জানান।
এছাড়া নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রম করায় কংগ্রেসের নেতা ও কর্মীদেরও ধন্যবাদ জানান দলটির সভাপতি।
Leave a Reply