বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার গনমানুষের নেতা সৈয়দ কামাল বখত এর ২০তম মৃত্যু বার্ষিকীতে তেলাওয়াতে কালামে পাক, স্মৃতিচরণ, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৫ টায় সৈয়দ কামাল বখত স্মৃতি সংসদের আয়োজনে কালিগঞ্জ সদরের “সন্ধ্যার কুলায়” উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও নলতা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম আসাদুর রহমান সেলিম, নুরুজ্জামান জামু, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান, দঃ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক ইশারাত আলী প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবারও অতি উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব আকরাম হোসাইন।
Leave a Reply