রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
ক্রিকেট বিশ্বের আলোচিত নাম, বাংলাদেশের গর্ব, সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান মোস্তাফিজের বউভাত অনুষ্ঠানে সর্বশ্রেনীর মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে নিজ বাড়িত মোস্তাফিজ-সামিয়াকে ঘীরে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যাক্তিবর্গ ও আত্মীয় স্বজন অংশগ্রহন করেন। নববধূর আগমন উপলক্ষে মোস্তাফিজের বাড়ি সাজানো হয় রাজকীয় সাজে, আলোক ঝলমলে শোভা পায় গেট ও প্যান্ডেল নান্দনিক রূপে। বৌবাতে অংশগ্রহন করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব ডাঃ আ,ফ,ম রুহুল হক, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাতক্ষীরা প্রেসক্লাব ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। মোস্তাফিজের নববধূ সুমাইয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা মো. রওনাকুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। পাঁচ লাখ এক টাকা দেনমোহরে গত ২২ মার্চ ২০১৯ বিয়ে হয়েছিল তাদের। শিমু মোস্তাফিজের আপন মামাতো বোন। তিনি ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লা কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে গোল্ডেন এ-প্লাস পেয়ে পাস করেন এস এস সি। মোস্তাফিজুর রহমান (ফিজ) কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আলহাজ্ব আবুল কাশেমের পুত্র।
Leave a Reply