কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার উকশা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী হারদ্দা নামক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ হাজার ৬০০ পিস, ভারতীয় ফেনিরামিন মেলাট ইনজেকশন ১০০ পিস, ভারতীয় ফেনসিডিল ১৮৬ বোতল এবং ভারতীয় টিপ্রোলিডাইন হাইড্রোক্লোরাইড সিরাপ ৪৬ বোতল।
অভিযানকালে কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

















