মন্ত্রীপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশীদের সাথে মতবিনিময়

মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারী ফাতিমা তুজ জোহরা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।
এ সময় মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, আমি চেষ্টা করেছি কালিগঞ্জ উপজেলা প্রশাসন যেন সফলভাবে দায়িত্ব পালন করতে পারে। তারা কোন রকম অশুভ চাপ না নিয়ে কাজ করছে। আমি সেটা বিশ্বাস করি।
সবার মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। মাদককে সম্মিলিতভাবে রুখতে হবে। ভাল কাজ করতে চাইলে প্রতিবন্ধকতা আসে। বর্তমানে সমাজ মারাত্বক ক্ষতির পর্যায় গেছে। এখন কিছু ভাল মানুষ তৈরী করা জরুরী দরকার।
আপনারা যে প্রত্যাশা করেছেন যেটা আইন সিদ্ধ যুক্তি গ্রাহ্য সেটা সবাই মিলে করতে হবে। একটি দাবী সবার কোছ থেকে এসেছে সেটি সংসদীয় আসন নিয়ে। তবে কালিগঞ্জ উপজেলা বিভক্ত হয়ে দুই এমপির অধিনে থাকবেনা। সে ব্যাপারে কাজ চলছে। চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। তবে আমার পক্ষ থেকে জোরালো ভাবে বিষয়টি উপস্থাপন করবো।
উপজেলা স্বাস্থ্য, জনপদ, রেলপথ এখানে আরো অনেক কিছু করার কথাছিল আমাদের। কিছু আছে কিন্তু অবকাঠামো ধ্বংস, নতুন করে করা হবে নাকি সংস্কার করা হবে সেটা আমারা পর্যায় ক্রমে সিদ্ধান্ত নেব। আমি আপনাদের সাথেই আছি।
মাদকের ভয়নক অবস্থা। মাদক থানা সৃষ্টি করিনি আবার সেনাবাহিনী করিনি তারপরেও এই বাচ্চাদের মাদক থেকে ফিরিয়ে আনা কঠিন কাজ। তরুন সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, জনপ্রতিনিধি সবাই মিলে তাদের সুপথে ফিরিয়ে আনতে হবে। সমাজ না জাগলে কোন কিছু জাগারণ সম্ভব নয়।
কারা সঠিক মানুষ তা বাছাই করতে হবে। এটা শুধু সরকার করলে হবেনা। আমরা ভাল হই। তারপরে অন্যকে খারাপ বলি। আমরা চেষ্টা চালাচ্ছি, সরকার থেকে বারবার বলছি, বাছাই প্রক্রিয়া সুস্থ হওয়া দরকার। আমরা চাই প্রত্যেকদিন দেশের উন্নতি হোক। আমি আপনাদের সকল প্রত্যাশা ধারণ করার চেষ্টা করবো। আমি আপনাদের সাথে থাকবো।
কোরনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট নিয়ে সবাইকে সজাগ থাকার আহব্বান জানান। তবে তিনি বলেন ভয় পাবার কিছু নেই। গুজোব ছড়ানোর দরকার নেই।
এলাকার পানি নিস্কাষন হোক, নদীনালা খাল বিল জলাবদ্ধতা মুক্ত হোক এটা আমরা চাই। সেক্ষেত্রে আমরা যেন বিপরীতমুখী ভুমিকায় না নামি। আমরা যে কাজ করবো তা যেন একই সুত্রে গাথা থাকে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
মতবিনিময় সভায় স্থানীয়দের দাবীদাওয়া নিয়ে উপজেলা নিবাহী অফিসার অনুজা মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম, বিএনপির ডাঃ শফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর মাওলানা আব্দুল ওহাব, শিক্ষক প্রতিনিধি রমিজুল ইসলাম রঞ্জু, কালিগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক আমীর হামজা প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইউসুফ কাদির ধ্রুব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।