কালিগঞ্জে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাম্পিয়ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জে ঐতিহ্যবাহী পানিয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া জনকল্যাণ সমিতির নিজস্ব মাঠে পানিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদারের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১২ নং মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।
এ সময় বিশেষ অতীতের বক্তব্য রাখেন ক্রিড়া অনুরাগী, সমাজসেব, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিয়া জনকল্যাণ সমিতির সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, ক্রিড়া সম্পাদ আফসার উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কোষাধক্ষ্য মাহফুজা খাতুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অর্জুন সিংহ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, সদস্য হাফিজুর রহমান শাওন আব্রাহাম লিংকন আব্দুল্লাহ সানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক দর্শক।
প্রতি বছরের মতো এবারো নবীন ও প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে চার দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা, আশাশুনি, খানপুর ও রামনগর ভলিবল দল অংশ নেয়। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন জার্সি, প্রস্তুতি ক্যাম্প ও অনুশীলন নিয়ে দলগুলো ছড়িয়েছে এক ভিন্নরকম উত্তেজনা। বিশেষ করে তরুণদের নিয়ে গঠিত কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা দলকে ঘিরে ছিল অভিভাবক ও খেলোয়াড় প্রেমীদের বাড়তি উচ্ছ্বাস।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে রামনগর ভলিবল দল দুই–এক সেটে আশাশুনি দলকে হারিয়ে টুর্নামেন্টে চমক দেখায়। অন্যদিকে টানটান উত্তেজনার লড়াইয়ে খানপুর দল পরাজিত করে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা দলকে। দিনশেষে লীগ পর্যায়ের খেলায় খানপুর ভলিবল দলকে ২-০ গেমে পরাজিত করে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

















