1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ডা. মো. শহিদুল আলমের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কালিগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী রবিউল বাশারের সংবর্ধনা ও গণমিছিল কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু ধুলিহরে তীব্র শীত উপেক্ষা করে জামায়াতে ইসলামীর নির্বাচনে প্রচারণা এবং দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শনী  কালিগঞ্জে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা, নারীসহ ৫ জন আহত কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত নলতায় পীরে কামেল আহ্ছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফ ২৬–২৮ মার্চ কালিগঞ্জের বিষ্ণুপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজের অভিযোগ কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব, রহিম-করিম গ্যাংয়ের সন্ত্রসী হামলায় নারীসহ ৪ জন আশঙ্কাজনক বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল হাসনাতের হাসি

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে তিনি প্রথম নির্বাচনী প্রচার শুরু করেন। তার সভায় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও বর্তমান বিএনপি সভাপতি তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আওতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন ও সংবিধানের গুরুত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ উন্নয়নের পথে ফিরে যাবে।

কাজী আলাউদ্দিন বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন বিশেষ অগ্রাধিকার হবে। তিনি আশা প্রকাশ করেন এবারের নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং তারেক জিয়ার দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তারা নেতৃত্ব দেবে।

নিজের পূর্বেকার কার্যকাল স্মরণ করে তিনি বললেন, ২০০১ সালে সংসদে নির্বাচিত হয়ে তিনি এ অঞ্চলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল-কলেজ, মাদ্রাসা, মন্দির-মসজিদ ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেছেন; এজন্য এলাকাবাসী তাকে উন্নয়নের রূপকার বলে স্মরণ করেন। তিনি আবার নির্বাচিত হলে অসম্পূর্ণ প্রকল্প সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।

কাজী আলাউদ্দিন সতর্ক করে বলেন, কিছু দল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি সৃষ্টি করছে; তাতে কান দেবেন না। নির্বাচিত হলে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। তিনি বর্তমান ক্ষমতাসীন শাসনকে দায়ী করে বলেন, বিগত সময়ে এলাকার কোন বাস্তব উন্নয়ন হয়নি এবং উন্নয়ন প্রকল্পের অর্থ দুঃশাসনের সময় লুটপাট হয়েছে। এজন্য ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে এলাকার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, কৃষ্ণনগরের সেক্রেটারি আফজাল হোসেন ও আরও অনেকে।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এরসাথে দিনের কর্মসূচির আগে সকাল থেকেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করা হয় এবং ভোটারদের কাছে ভোট চাওয়া হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

    আপডেট সময় : ০৯:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

    মোঃ ইশারাত আলী :

    সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে তিনি প্রথম নির্বাচনী প্রচার শুরু করেন। তার সভায় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও বর্তমান বিএনপি সভাপতি তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আওতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন ও সংবিধানের গুরুত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ উন্নয়নের পথে ফিরে যাবে।

    কাজী আলাউদ্দিন বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন বিশেষ অগ্রাধিকার হবে। তিনি আশা প্রকাশ করেন এবারের নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং তারেক জিয়ার দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তারা নেতৃত্ব দেবে।

    নিজের পূর্বেকার কার্যকাল স্মরণ করে তিনি বললেন, ২০০১ সালে সংসদে নির্বাচিত হয়ে তিনি এ অঞ্চলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল-কলেজ, মাদ্রাসা, মন্দির-মসজিদ ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেছেন; এজন্য এলাকাবাসী তাকে উন্নয়নের রূপকার বলে স্মরণ করেন। তিনি আবার নির্বাচিত হলে অসম্পূর্ণ প্রকল্প সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।

    কাজী আলাউদ্দিন সতর্ক করে বলেন, কিছু দল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি সৃষ্টি করছে; তাতে কান দেবেন না। নির্বাচিত হলে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। তিনি বর্তমান ক্ষমতাসীন শাসনকে দায়ী করে বলেন, বিগত সময়ে এলাকার কোন বাস্তব উন্নয়ন হয়নি এবং উন্নয়ন প্রকল্পের অর্থ দুঃশাসনের সময় লুটপাট হয়েছে। এজন্য ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে এলাকার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

    উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, কৃষ্ণনগরের সেক্রেটারি আফজাল হোসেন ও আরও অনেকে।

    এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এরসাথে দিনের কর্মসূচির আগে সকাল থেকেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করা হয় এবং ভোটারদের কাছে ভোট চাওয়া হয়।