পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাসুদ পারভেজ:
কালিগঞ্জের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার খুকু এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রাক্তন শিক্ষিকা রাবেয়া খাতুন, প্রাক্তন সরকারি কর্মকর্তা নুর আহমেদ, বিদ্যালয় এর বিদ্যালয় এর সাবেক এসএমসি সভাপতি তুহিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউপি সদস্যা মাহফুজা খাতুন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমূখ। এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০৪ জন, তার ভেতর থেকে ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩০০ জন উত্তীর্ণ হয়েছে। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেই সাথে তারা পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান বক্তব্য রাখেন।









