কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন

কালিগঞ্জ প্রতিনিধি :
“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান।
বক্তারা বলেন, “হাত ধোয়া জীবাণু ও রোগ থেকে সুরক্ষার সবচেয়ে সহজ উপায়। সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
শিক্ষার্থী ও শিশুদের অংশগ্রহণে প্রদর্শন করা হয় সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি। শেষে প্রতীকী হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক স্বাস্থ্যবিধি ও নিয়মিত হাত ধোয়া অভ্যাসই পারে একটি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে।”
দিবসটি উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রাঙ্গণ পরিণত হয় সচেতনতা, স্বাস্থ্যসুরক্ষা ও অংশগ্রহণের এক প্রাণবন্ত উৎসবে।









