সংবাদ শিরোনাম ::
মাস্টার আব্দুল জব্বার গাজী হারিয়ে গেছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের মৃত মাদার গাজীর ছেলে মাস্টার আব্দুল জব্বার গাজী (বয়স ৮০) হারিয়ে গেছে। সোমবার, ২৬ মে ২০২৫ তারিখে আনুমানিক দুপুর ১টার দিকে বাড়ী থেকে পারুলগাছা মোড়ের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি এখনও বাড়ি ফিরে আসেননি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের একটি পুরাতন ফতুয়া, লুঙ্গি এবং হাতে ছিল একটি শপিং ব্যাগ।
তিনি বয়সজনিত কারণে কিছুটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। কেউ তার সন্ধান পেলে 01717-196623 নম্বরে যোগাযোগ করবেন।