সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ থানার আয়োজনে উপজেলার সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় থানা ক্যাম্পাসে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে দেলোয়ার হুসেন বলেন কালিগঞ্জ থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজ, মুক্ত করব। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সংবাদকর্মীদের সহযোগীতা আমার বেশি প্রয়োজন। আমি কালিগঞ্জ থানাকে নিজের থানা হিসাবে মনে করে কাজ করতে চাই। সাংবাদিকদের সহযোগীতা চেয়ে তিনি আরও বলেন সমাজের চিহৃিত, তালিকাভুক্ত অপরাধীদেরকে আইনের আওতায় এনে সুষ্ট সমাজ বিনির্মানে ভূমিকা রাখব। বাসস্ট্যান্ডে যানজট নিরসনে খুব দ্রুত পদক্ষেপ নেবো, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট বাজার কিংবা গুরুত্বপুর্ণ মোড়ে বখাটেদের আস্তানা রাখবো না। সংবাদকর্মীদের শুধু সাংবাদিকতা নয়, আর্থিক স্বচ্ছলতা ও পরিবার পরিজনের প্রয়োজনে ব্যবসায় মনোনিবেশ করতে হবে। কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করে সাংবাদিক জগতকে কলুষীত করবেন না। সাংবাদিক সমাজের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রেখে আসছেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, সাংবাদিক আশেক মেহেদী, সাংবাদিক ইশারাত আলী ও মহিবুল্যাহ প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক সমিতি, অনলাইন রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার ওসি( তদন্ত) এস এম আজিজুর রহমান সহ থানার উপ পরিদর্শক, উপ সহকারি পরিদর্শকবৃন্দ।
Leave a Reply