মোঃ আকরাম হোসেন
**********************
তুমি কোটি মানুষের ভালোবাসায়
শিক্ত হয়েছো আজ।
ভালোবাসার আর এক নাম
কবির নেওয়াজ রাজ।।
অসংখ্য ভক্ত তোমারি ছবি
হৃদয়ে রেখেছে ভরপুর।
তুমি দাবানল হয়ে জ্বলে উঠে
অপরাধ করেছো ভাংচুর।।
তুমি সারাক্ষন বাস্তবতা নিয়ে
মানুষের কল্যানে ভাবো।
তুমি নিপিড়ীত মানুষের ছবি
দুই নয়নে আঁকো।।
তুমি আজ নির্যাতিত মানুষের
জীবনের জয় গান।
তুমি গরীব দুখিদের আশ্রয়স্থল
এক নিবেদিতপ্রান।।
তুমি লক্ষ লক্ষ ভক্তের
হৃদয়ের ভালোবাসা।
তুমি গরীবের স্বপ্নপূরনের
এক মাত্র আশা।।
তোমার কথাতে জাদু আছে
পাই খুঁজে ছন্দ।
তোমার জন্য মিমাংসা হয়েছে
অনেক দ্বিধা দন্দ।।
তোমার ছোয়াতে ভালো হয়েছে
অনেক মাতাল ছেলে।
অগনিত পত্রিকায় তোমারি গুনগান
দুই হাজার উনিশ সালে।।
তুমি জ্বলে উঠা কবির নেওয়াজ
অন্যায়ের প্রতিবাদ কারী।
তুমি বর্তমান যুগে বস্তনিষ্ঠ
জীবন্ত এক তরী।।
তুমি অসহায় নিপিড়ীতদের মাঝে
এক মহান ব্যাক্তি।
অন্যায়ের বিরুদ্ধে কঠোর হয়ে
দেখাও বজ্রশক্তি।।
তুমি কবির নেওয়াজ রাজ
বাংলার মানুষের জন্য।
মানুষের কল্যানে চিরদিন তুমি
হয়ে থাকো ভাই ধন্য।
Leave a Reply