বিএনপি নেতা নজরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে কালিগঞ্জে শোকের ছায়া

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের বাসিন্দা বিএনপির প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা মোঃ নজরুল ইসলাম আর নেই। তিনি রোববার বিকাল ৩টার দিকে আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার টার দিকে বিছানায় বসা অবস্থায় হঠাৎ কাত হয়ে পড়ে যান এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তৃণমূল রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর
মোঃ নজরুল ইসলাম দীর্ঘ পাচ দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে বিগত ১৭ বছর ধরে বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি দলের সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তভাবে ধরে রেখেছিলেন। নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন সাহসী, ত্যাগী ও অক্লান্ত পরিশ্রমী নেতা।
স্থানীয় রাজনীতিতে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিনি ছিলেন বিএনপির কর্মীদের ভরসাস্থল।
নেতৃবৃন্দের শোকবার্তা
মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, “নজরুল ইসলাম শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন তৃণমূল বিএনপির প্রাণপুরুষ। তাঁর শূন্যতা পূরণ হবার নয়।”
কেন্দ্রীয় নেতৃবৃন্দও শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাজা ও দাফন
পরিবার জানিয়েছে, আজ সোমবার দুপুর ২টার পর মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
জনসাধারণের প্রতিক্রিয়া
তার মৃত্যুর সংবাদে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁকে একজন সৎ, বিনয়ী ও নিরহঙ্কার ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন। স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায় নির্বাচনে তাকে অবমুল্যায়ণ করা হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।