April 18, 2025, 11:15 pm
হাফিজুর রহমান শিমুলঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত করেছেন কালিগঞ্জ উপজেলা যুবলীগসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ানের যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাজার জিয়ারত করেন।
Leave a Reply