নলতায় পীরে কামেল আহ্ছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফ ২৬–২৮ মার্চ

কালিগঞ্জ প্রতিনিধি:
সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ্ব খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬২তম তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬, ২৭ ও ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে নলতায় অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে আয়োজিত এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনসমাগম সীমিত রাখার নির্দেশনার কারণে পূর্বনির্ধারিত ফেব্রুয়ারির তারিখ পরিবর্তন করে আরবি তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চে ওরছ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ মো. মাহফুজুল হকের সভাপতিত্বে এবং আলহাজ আবুল ফজলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ। সভায় আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, আলেম, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা ওরছ শরীফে ক্রমবর্ধমান ভক্তসমাগম, ব্যয় বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে সকল শাখা মিশন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি আগত মেহমানদের আবাসন, আপ্যায়ন ও খাবারের মান উন্নয়নের পরিকল্পনার কথাও জানানো হয়।









