সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধু,র বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে পৌর দিঘীতে মৎস্য অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীশেষে অফিসার্স ক্লাবে সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। তিনি তার বক্তব্যে আজ আমি ধন্য এই জন্যযে, উপজেলাবাসী আমাকে বারবার সন্মানীত করেছেন। আমিও জনগনের কল্যানে জীবনের বাকীটুকু সময়ে বিলিয়ে দিতে চাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী। দেশের সার্বিক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলাকে আমি সাজাতে চাই। প্রয়োজন সকলের আন্তরিকতার সহিত সহযোগিতা। কালিগঞ্জ মৎস্য হ্যাচারীর কর্মকর্তা সানজিদা হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজ আহম্মেদ পুটু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মৎস্য হ্যাসারীর খামার ব্যাবস্থাপক ডাঃ শফিকুল ইসলাম, উইনরক্ এর জেলা ম্যানেজার শংকর কুমার প্রমুখ।
Leave a Reply