কালিগঞ্জ থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ মিজানুর রহমান

মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান। বৃহস্পতিবার ২৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন,
“কালিগঞ্জ থানায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের সহযোগিতায় কালিগঞ্জকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”
নবাগত ওসি আরও জানান, থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে নিয়ে তিনি দলগতভাবে কাজ করবেন এবং জনগণের আস্থা অর্জনকেই অগ্রাধিকার দেবেন।
উল্লেখ্য, এর আগে মোঃ মিজানুর রহমান সাতক্ষীরার শ্যামনগর থানায় পুলিশ পরিদর্শক, তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারিত্ব ও দক্ষতার কারণে পুলিশ বিভাগে তিনি সুনাম কুড়িয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নবাগত ওসিকে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি দালালমুক্ত থানা এবং তার নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।