কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ ডাকবাংলা মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও কালিগঞ্জ থানা পুলিশ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান সভাপতিত্ব করেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সরকারি কালিগঞ্জ পাইলট স্কুলের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম ও উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শ ধারণ করেই একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









