কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ ইশারাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীননগর এলাকার হাবড়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর হবে।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি কালিগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিহিত করা হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশ সনাক্ত করার করবে বলে জানা গেছে।।

















