বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি :
ভারতের পশ্চিমবঙ্গ হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শহিদুল্লাহ গাজী বসন্তপুর নৌবন্দর এলাকা পরিদর্শণ করেছেন। এসময় তিনি বসন্তপুর নৌবন্দর বাস্তবায়ন সাব কমিটির একাংশের সাথে মতবিনিময় করেন। সোমবার বিকেলে বসন্তপুর কস্টম গোডাউন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সীর সভাপতিত্বে বসন্তপুর নৌবন্দর সাব কমিটির একাংশের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন স্বাগত বক্তব্য রাখেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য নূরুল ইসলাম সরদার সহ আব্দুস সবুর প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply