শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের অধ্যক্ষ তমিজউদ্দীন আহম্মেদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। এবং সেটি সাথে সাথে অনুমোদন করা হয়।
প্রেসক্লাবের সকল সদস্যর মাসিক চাঁদা প্রদানের অনুরোধ করা হয়। নিজ নিজ পত্রিকার কার্ডের কপি জমা দিতে বলা হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার জন্য সকল সদস্য একমত প্রকাশ করেন। সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন সহ হয়রানিকর মামলা দায়ের প্রসঙ্গে আলোচনা করা হয়। প্রেসক্লাবের সদস্য অথচ উৎশৃঙ্খল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সাধারণ সভায় সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ফারুক আহমেদ উজ্জ্বল।
সিনিয়র সদস্য ডিএম সিরাজুল ইসলাম, গাজী জাহাঙ্গীর কবীর, সহকারী অধ্যাঃ মনিরুজ্জামান মহসীন। শেখ লুৎফর রহমান, এস এম ফজলুল রহমান, আব্দুল লতিফ মোড়ল, ডাঃ কেরামত আলী, মাষ্টার রফিকুল ইসলাম, ঈলাদেবী মল্লিক, হাফেজ আব্দুল গফুর, মিরাবসু সরকার, আব্দুল জলিল খাঁন, কাজী আল মামুন, রবিউল ইসলাম, টি এম আব্দুল জব্বার তরফদার, শেখ আমজাদ হোসেন, আমিনুর রহমান, আশেক মেহেদী, শেখ নাজমুল হোসেন, ইশারাত আলী,গৌরপদ দাশ বাচন, প্রভাসক মহিবুল্লাহ, মহাসীন হুসাইন, আলমগীর হোসেন। সহযোগী সদস্য শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন ও শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply