শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) বিকেল ৪ টায় কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্কে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ই মার্চের ভাষন ঘিরে আনন্দঘণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ থানার সকল কর্মকর্তাগন অংশ গ্রহণ করে।

২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উৎসব মুখর দিনটি দেশব্যাপী ৬৬০টি থানা একযোগে  উদযাপন করে।

কালিগঞ্জ থানায় অনুষ্ঠান কর্মসুচীর মধ্যে কেককাটা, মিষ্টি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখ যোগ্য ছিলো।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2013 www.satkhiranews24.com
Hosted By LOCAL IT