April 22, 2025, 9:11 am
জি এম মুজিবর রহমান :
আশাশুনি থেকে চুরি যাওয়া ৫টি গরু তালা থেকে উদ্ধার এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের পুত্র সিরাজুল ইসলাম ও কবিরুল মল্লিকের স্ত্রী মুক্তি বেগম।
থানা ও গরু মালিকদের সূত্রে জানাগেছে, গদাইপুর গ্রামের রেজাউল সরদারের পুত্র তবিবুর রহমান হিটলার ও ইউছুপ মোল্যার বাড়ি থেকে গত বুধবার ৫টি গরু চুরি হয়। একই গ্রামের ইন্তাজ মোল্যার পুত্র আব্দুল মজিদ ও কবিরুল মল্লিক গরুগুলো চুরি করে উত্তর নলতা গ্রামের সিরাজুল ইসলামের কাছে বিক্রি করেন বলে জানা গেছে। গরুর মালিকরা খুঁজতে খুঁজতে ডুমুরিয়া উপজেলার আঠারমাইল বাজার গিয়ে তাদের একটি গরু দেখতে পান। তারা সাতক্ষীরা জেলা পুলিশ সুপারকে বিষয়টি ফোনে জানালে আশাশুনি থানা থেকে তালা উপজেলার জাতপুর ক্যাম্পে সংবাদ পাঠানো হয়। খবর পেয়ে জাতপুর ক্যাম্পের এএসআই আলাউদ্দীন ও জামিনুর রহমান আঠারমাইল বাজার থেকে তিনটি গরুসহ সিরাজুলকে আটক করেন। পরে তার দেওয়া তথ্য মোতাবেক খলিলনগর এলাকা থেকে আরও দুটি গরু উদ্ধার করে নিয়ে আসেন আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, গরু চুরির ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে
Leave a Reply