শুক্রবার, ০১ Jul ২০২২, ০৪:০০ অপরাহ্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও ঝড়ে পাউবোর’র ভেড়ী বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু। শুক্রবার তিনি আশাশুনিতে সফরে আসেন।
উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ভেড়ী বাঁধ ভেঙ্গে নদীর পানিতে প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ যখন ভীত-সন্ত্রস্থ, তখন ভেড়ী বাঁধ ভেঙ্গে মানুষ চরম ভাবে বিপদাপন্ন হয়ে পড়েছে। এসব অসহায় মানুষদের খোজ খবর নিতে, বাঁধ রক্ষার্থে বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন তিনি। বিশেষ করে তিনি হাজরাখালি নদী ভাংগন এলাকা পরিদর্শন করেন এবং স্হানীয় জনপ্রতিনিধি ও লোকজনের সাথে সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করেন। এলাকাবাসী ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি শ্যামনগর বাসির সাথে যেভাবে ছিলেন বা আছেন সেই ভাবে আশাশুনির দুর্গত ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াবেন বলে দাবী জানান।
Leave a Reply