March 9, 2025, 10:52 pm
মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ – ভারত সিমান্তের কাছে একটি গ্রামে প্রথমবারের মতো বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৮ মার্চ কালিগঞ্জ উপজেলার রতনপুর ই্উনিয়নে সিমান্ত ঘেষা শিবপুর গ্রামে শতাধিক নারী দিবসটি পালন উপলক্ষে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাবেত হয়। এসময় তাদের শিশু বাচ্চারা মায়ের কোলে ছিল। স্কুল পড়ুয়া মেয়েরা মায়েদের পাশে বসে আন্তার্জাতিক নারী দিবসের ইতিহাস শুনছিল।
১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইর্য়কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে হামলা করে সরকার বাহিনী। এমন কথা শুনতে শিবপুর, খড়মী, বাগমারী থেকে আসা নারীরা আতকে উঠে। তারা তাদের অধিকারের তাগিদ অনুভব করে।
এখানে সমাবেত হওয়া শতাধিক নারীর মধ্যে অন্তত ২০ জন বাংলাদেশ ভারত সিমান্তে কালিন্দী নদীতে মাছ ধরে তাদের সংসার চালান। তারা প্রথম বারের মতো শুনেছে নারী জাগারণের গল্প। কি করে একটি গন্ডি থেকে বের হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। সংসার ও সমাজ ব্যবস্থায় নিজেকে মানিয়ে নিতে হয়। নারী পুরুষ সমান তালে এগিয়ে যেতে হয়। কন্যাশিশুর প্রতি অবহেলা কিভাবে রুখতে হয়। বাল্যবিবাহ, যৌতুক, নির্যাতন, যৌন হয়রানি কিভাবে সামলাতে হয়।
শারমিন সুলতানা একজন কলেজ ছাত্রী। পড়ালেখার পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবক হিসেবে মানব পাচার প্রতিরোধে কাজ করেন। তিনিও উচ্ছাসিত বিশ্ব নারী দিবস অনুষ্ঠানে যোগ দিতে পেরে। তার চাওয়া প্রতিবছর এভাবে যেন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। মারিয়া আক্তার তিনিও একজন কলেজ ছাত্রী। এক সাথে সবাইকে দেখে হতচোকিত হয়ে গিয়েছিলেন। তবে তিনিও স্বপ্ন দেখতে শুরু করেছেন। আগামীতে নিজেকে মেলে ধরতে চান সমাজ সেবায়।
সাথী আক্তার সিপিপি সদস্য। তিনি দুর্যোগ পরবর্তী সময় মানুষের পাশে থেকে প্রাথমিকভাবে তাবু নির্মাণ, খাদ্য বিতরণ, খাবার পানির সংস্থান, পথ প্রদর্শক, দোভাষী হিসেবে কাজ করেন। তিনি বলেন আমরা সবাই আন্তর্জাতিক নারী দিবসে একজায়গায় সমাবেত হতে পেরে আনন্দিত। আমরা যদি সময়ে সময়ে বিশেষ দিনে এক জায়গায় বসতে পারি তবে নারী হিসেবে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে।
ললিতা রানী রতনপুর ইউনিয়নের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একজন মহিলা সদস্য। তিনি ৭টি গ্রামের মানুষের পাশে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনেন। তিনিও প্রথম বারের মতো তার এলাকায় আন্তর্জাতিক নারী দিবস পালনে অভিভুত হয়েছেন। একজন নারী হিসেবে অপর নারীর প্রতি তার যে দায়িত্ব তিনি তা মানার চেষ্টা করেন। নিজেকে তিনি নিজের দৃষ্টান্ত দেন।
বাংলাদেশ ভারত সিমান্তে কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামে অনুষ্ঠানটি আয়োজন করে রতনপুর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি ও সিটিআইপি। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম, সাতক্ষীরা সিটিআইপি সদস্য সোহেল আহম্মেদ, রতনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ললিতা রানী ও ৯নম্বর ওয়ার্ডের সদস্য পরেশ চন্দ্র মিস্ত্রি।
সিমান্ত ঘেষা শিবপুর গ্রামে প্রথম বারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে এব্যাপারে কালিগঞ্জ উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা অর্না চক্রবর্তী বলেন “অধিকার, সমতা, ক্ষমতায়ণ নারী ও কণ্যার উন্নয়ণ”, স্লোগান সামনে রেখে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে। সেলক্ষে আমরা সবাই একসাথে কাজ করছি। নারী জাগারণে আমাদের সবাইকে সামনে থেকে কাজ করতে হবে।
Leave a Reply