March 9, 2025, 3:04 pm
সুকুমার দাস বাচ্চু :
সাতক্ষীরার কালিগঞ্জে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ২০২৫ পালন উপলক্ষে ক্রীড়া , সাংস্কৃতি, বিতর্ক প্রতিযোগিতা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে স্কুল প্রাঙ্গনে উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ , সংগীত ,নৃত্য, একক অভিনয়, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক তুহিন হুদা ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, কনিকা সরকার, জিয়াউর রহমান অন্যান্য শিক্ষক।##
Leave a Reply