March 12, 2025, 11:12 am
মোঃ ইশারাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে বালু ও মাটি ট্রাক অবাধে চলাচল করছে। ১০ চাকার মাটি ও বালুবাহী ডাম্পার ট্রাক চলাচলের ফলে সদ্য নির্মিত রাস্তায় ফাটল ও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এসব ভারী যানের চাকার আঘাতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার বসন্তপুর থেকে বিভিন্ন গ্রামে শ্রীকলা থেকে বিভিন্ন গ্রামে কালিগঞ্জ সদর থেকে পাশের এলাকায় প্রতিদিন বালু ও মাটি নিয়ে যাচ্ছে ১০ চাকার ডাম্পার ট্রাক। বালুবাহী ট্রাকগুলো নামছে নদীর তীরে। এসব ট্রাকে ১০ টন থেকে ১৬ টন বালু ও মাটি বহন করা হচ্ছে।
ইতিমধ্যে কালিগঞ্জ কলেজ থেকে বালিয়াডাঙ্গা সড়কের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এছাড়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রশাসন-পুলিশ সদস্যদের সামনে দিয়ে অবাধে চলাচল করছে বালুবাহী ডাম্পার ট্রাক, কিন্তু এসব যানবাহনের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ হচ্ছে না।
নিয়মানুযায়ী প্রতিটি গাড়িতে বালুর পরিমান উল্লেখ করার কথা থাকলেও টোকেনে তা নেই। তা ছাড়া বালুবোঝাই ট্রাকগুলো সম্পূর্ণ খোলা। এতে বালু ও মাটি ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে রাস্তায়। তাতে ধুলা ও কাদা তৈরী হচ্ছে যার ফলে পথচারীরা দুর্ঘটার কবলে পড়ছে।
শ্রীকলা এলাকার বাসিন্দা রেজোয়ান আহম্মেদ বলেন, ‘আমার বাড়ি রাস্তার পাশে। আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাকসহ ছোট ছোট ডাম্পার ট্রাক দিয়ে মাটি, বালু পরিবহন হয়। এতে বাড়ির পরিবেশ নোংরা হয়ে গেছে, আর শব্দদূষণও হচ্ছে প্রতিনিয়ত। রাস্তা নষ্ট হয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।’
স্থানীয় জাইদুল ইসলাম বলেন, ‘খোলা ট্রাকে বালু পরিবহনের ফলে সড়কে চলার সময় স্কুলগামী ছাত্রছাত্রীদের চোখে ধুলোবালু পড়ে।’
ধারণক্ষমতার বেশি বালু পরিবহনের বিষয় জানতে চাইলে ডাম্পার চালক রফিকুল ইসলাম বলেন, ‘সারা দেশেই এভাবে অবৈধভাবে বালু ও মাটির ব্যবসা চলছে। যিনি বালি মাটি কেনেন তিনি বালু পরিমাপ দেখে নেন। আমরা চালক মাত্র। প্রতি ডাম্পার ট্রাকে ৮০০ ফুট বালু নেয়ার কথা থাকলেও আমরা আরও বেশি নেই।’
কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ‘সড়ক নষ্টের অন্যতম কারণ হচ্ছে ধারণক্ষমতার বেশি বা অতিরিক্ত বাহন। বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।’
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল বলেন, বিষয়টি আমি অবহিত হয়েছি, আমরা বিষয়টি নজরে রাখছি।’ রাস্তায় ওভার লোড চলতে দেওয়া হবেনা। প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।##
Leave a Reply