সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার
নৌ-কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো.আলফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা সদর উপজেলা নেবাখালী
গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে
দাফন করা হয়। বীরমুক্তিযুদ্ধা আলফাজ উদ্দিনের কফিনে গার্ড অব অনার প্রদান
করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সদর
থানার সেকেন্ড অফিসার বিপ্লব কুমারের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর
সদস্যবৃন্দ। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
মো.মফিজ উদ্দি, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার শেখ হাসানুজ্জামান, শিবপুর
ইউনিয়ন কমান্ডার আনিসুর রহমান, ঘোনা ইউনিয়ন কমান্ডার তকিম উদ্দিন,
আগরদাড়ী ইউনিয়ন কমান্ডার মো. নুরুল ইসলাম প্রমুখ। মুক্তিযোদ্ধা আলফাজ
উদ্দীন মহান মুক্তিযুদ্ধের সময়ে আত্মঘাতী দলের সদস্য হিসেবে যুদ্ধে
অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযোদ্ধা মো.আলফাজ উদ্দীন (৭০) ২৪শে জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯ টায়
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন
(ইন্না……….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য
গুনগৃাহী রেখে গেছেন।
Leave a Reply